• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

সারা দেশ

শরীয়তপুরে মহান মে দিবস পালিত

  • আবুল হোসেন সরদার, শরীয়তপুর
  • প্রকাশিত ০১ মে ২০২৪

বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ‘মহান মে দিবস-২০২৪’ উপলক্ষে শরীয়তপুওে বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসুচী পালন করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।

১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তাক্ত আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মাহুতি দেওয়া বীর শ্রমিকদের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে থাকে। শরীয়তপুওে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার সকাল ৯টায় শরীয়তপুর পৌর বাস টার্মিনালে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। শরীয়তপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান উজ্জলআকন্দ, ভাইসচেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমীন, শরীয়তপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলী আজম মাদবর,এরপর চৌরঙ্গী মোড়ে সকাল ১০টায় অটোশ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অটো শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব ঢালির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কামরুজ্জামান উজ্জল আকন্দ,ইউসুফ মাঝি। সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনার চত্ত্বরে জেলা ট্রাক ও লড়ি শ্রমিক ইউনিয়ন , আওয়ামী নির্মাণ শ্রমিক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা ট্রাক ও লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি হায়দার শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন চৌকিদার, কামরুজ্জামান উজ্জল আকন্দ,আওয়ামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহজাহান মোল্যা, নির্মান শ্রমিক ইউনিনের সাধারন সম্পাদক সৈয়দ আলী বেপারী প্রমুখ।

এ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে সকাল ৮টায় ধানুকা স্টেডিয়ামের পাশে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলহাজ আবদুল কাইয়ুম চুন্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখে জেলা বিএনপির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাচ্চু সরদার, জাতীয়তাবাদী শ্রমিকদল শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক আঃ বারেক বাদশা, জুয়েল মৃধা, বিল্লাল মাদবর, কাসেম সরদার, আজাহার চৌকিদার,ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads